ভর্তিচ্ছু ছাত্রের অঙ্গীকার

১। আমি একমাত্র আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভ ও পরকালের নাজাতের উদ্দেশ্যে ‘এলমে দ্বীন’ হাসিল করিব, জীবিকা উপর্জনের অবলম্বন হিসেবে উহাকে ব্যবহার করিব না।
২। আহলে সুন্নাত ওয়াল জামা’আত মোতাবেক আকায়েদ পোষণ করিব এবং দেওবন্দী বুজুর্গানে দ্বীনের মাসলাক এখতিয়ার করিব।
৩। আমার জীবনের সমস্ত কার্যকলার শরীয়তের হুকুম মোতাবেক আঞ্জাম দিব, উহার বরখেলাফ করিব না।
৪। আমার পোশাক-পরিচ্ধ, আচার-আচরণ, চলাফেরা, কথাবার্তা প্রভৃতি সুন্নাহ মোতাবেক রাখিব।
৫। জামিয়ার যাবতীয় আইন-কানুন পুরোপুরি মানিয়া নিতে বাধ্য থাকিব। জামিয়ার পরিচালকমন্ডলী ও উস্তাদগণের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস ও ভক্তি রাখিব। কখনও তাহাদের পরিচালনা ও শিক্ষা ব্যবস্থাপনার কোন বিরূপ সমালোচনা করিব না।
৬। একনিষ্ঠভাবে রীতিমত পড়াশোনা করিব, পড়াশোনা ব্যতীত অনর্থক সময় নষ্ট করিব না এবং জামিয়ার ছাত্রদের সঙ্গে মিলিয়া মিশিয়া থাকিব। কখনও তাহাদের সাথে বিবাদ-বিসংবাদ করিব না।
৭। জামিয়ায় শিক্ষরত অবস্থায় রাজনীতি হইতে সম্পূর্ণ দূরে থাকিব ও কোন রাজনৈতিক দলে বা কোন ছাত্র সংগঠনে যোগদান করিব না এবং কোন সাংস্কৃতিক সংগঠনেরও সদস্য হইব না।
৮। জামিয়ায় কোন ছাত্র সমিতি গঠন করিব না ও এইরূপ কোন চেষ্টার সমর্থনও করিব না।
৯। জামিয়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত জামিয়অর কোন জিনিস ব্যবহার করিব না ও অনুমতিক্রমে প্রাপ্ত জিনিসের পূর্ণ হেফাযত করিব। খোদা না করুন আমার দ্বারা কোন জিনিস নষ্ট হইলে উহার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব।
১০। যাবতীয় বদ অভ্যাস ঃ বিড়ি-সিগারেট পান, সিনেমা-টিভি দেখা হইতে সম্পূর্ণ বাঁচিয়া থাকিব।
১১। জামিয়ার ভিতরে কোন প্রকারের মোবাইল ও মোবাইল সামগ্রী রাখিব না।
১২। জামিয়ার উননতি ও কল্যাণ বিধানকল্পে সর্বদা সচেষ্ট থাকিব ও অনুরূপ প্রচ্ঠোর পূর্ণ সহযোগীতা করিব।
১৩। জীবনের সর্বক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখিয়া চলিব এবং জামিয়ার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সদা সচেষ্ট থাকিব।
১৪। কোন ছাত্রের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করিব না।
১৫। দারুল ইকামার সকল প্রবর্তিত নিয়ম মানিয়া চলিব।
১৬। পাঁচ ওয়াক্ত নামায মজেিদ জামাতের সহিত আদয় করিব ও খতমে শরীক থাকিব।
১৭। বিনা অনুমতিতে কোন ওয়াজ মাহফিলে, সভায় বা কনসার্টে গমন করিব না।
১৮। এক মাসের পূর্বে বাড়ীতে যাইব না। বোর্ডিং এ অবস্থান করিলে খানা-পিনা জামিয়ার ভিতরেই করিব।
১৯। জামিয়া কর্তৃপক্ষ/নেগরান উস্তাদের অনুমতি ব্যতীত বিনা ছুটিতে চলিয়া গেলে কেহ দায়ী থাকিবে না।
২০। জামিয়ায় ছাত্র থাকা অবস্থায় অন্য কোন প্রতিষ্ঠানে রেজিষ্ট্রেশন করিব না এবং পরীক্ষাও দিব না। দিলে বহিষ্কারযোগ্য হইব।