বর্তমান মজলিসে শূরা :

দেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কিরাম ও শিক্ষাবিদগণের সমন্বয়ে গঠিত সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মজলিস। জামিয়ার সকল বিভাগের পরিচালনা, ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব এ মজলিসের উপর ন্যাস্ত। মজলিস কর্তৃক মনোনীত ব্যক্তি এর সভাপতির দায়িত্ব পালন করেন।

Sura Sdasha (29-04-18 No-01-2018) With Mobile No.& Address

আল জামিয়াতুল মদাদিয়া, কিশোরগঞ্জ।

মজলিসে শূরার সম্মানিত সদস্যবৃন্দের নাম, ঠিকানা

ক্র. নং নাম পদ ঠিকানা
হযরত মাওলানা মুফতি উবায়দুল্লাহ সভাপতি খতীব, ১নং সিদ্দিক বাজার জামে মসজিদ, ঢাকা। ঠিকানা: বাড়ী নং-১৭, রোড নং ৮, সেক্টর ৯, উত্তরা, ঢাকা।
হযরত মাওলানা আহমদ হোসেন সদস্য গ্রাম- দামপাড়া, পোঃ পাঠানপাড়া, পূর্বধলা, নেত্রকোনা।
হযরত মাওলানা সুলতান যওক সদস্য পরিচালক, দারুল মারিফ, হাজীরপুল, চান্দগাও, পোষ্ট বক্স নং- ১২৪০, চট্টগ্রাম।
হযরত মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী সদস্য মাদরাসায়ে নূরে মদীনা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সিলেট।
হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সদস্য মুহতামিম, জামিয়া আরাবিয়া, ফরিদাবাদ, ঢাকা।
হযরত মাওলানা মুফতী আরশাদ রাহমানী সদস্য মুহতামিম, মারকাজুল ফিকরীল ইসলামী, ব্লক-ডি, ফর্কাহুল মিলাত সরণী, বসুন্ধরা আ/এ, ঢাকা।
হযরত মাওলানা মোবারকুল্লাহ সদস্য মুহতামিম, জামিয়া ইউনুছিয়া, কান্দিপাড়া, বি বাড়ীয়া।
হযরত মাওলানা হাবিবুর রহমান সদস্য শাইখুল হাদিস, দারুর রাশান মাদরাসা, মিরপুরা-১২
হযরত মাওলানা শওকত সদস্য পরিচালক, দত্তপাড়া মাদরাসা, নরসিংদী।
১০ অধ্যক্ষ মিজানুর রহমান সদস্য নাযেম, মাদরাসা পাওয়াতুল হক, দেওনা, পোঃ ভূলেশ্বর-১৪৭৩, কাপাসিয়া, গাজিপুর।
১১ ” ” ড. আ ফ ম খালিদ হোসেন সদস্য মুহাদ্দিস, আল জামিয়া আল আরাবিয়া আল ইসলামিয়া, জিরি, চট্টগ্রাম, ঠিকানা : ‘দখিনা’ ফ্ল্যাট এ ২ (২য় তলা), গলি নং ৯ নাসিরাবাদ প্রপার্টিজ, (সরকারী মহিলা কলেজের বিপরীতে), খুলশি, চট্টগ্রাম।
১২ ” ” সিদ্দিক আহমদ সদস্য মুহতামিম, জামিয়া সিদ্দিকিয়া, তেরাবাজার, শেরপুর।
১৩ হযরত মাওলানা হাফেজ আমিনুল হক সদস্য মুহতামিম, দারুল উলূম নিজামিয়া মামেনশাহী, মধ্যবাড়েনা, পোঃ আমলীতলা, ময়মনসিং।
১৪ হযরত মাওলানা মুফতী নূর মুহাম্মদ সদস্য মুহাদ্দিস, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদানীনগর, চিটাগাং রোড, সিদ্দিরগঞ্জ, ঢাকা-১৩৬১।
১৫ হযরত মাওলানা ফয়সল আহমদ সদস্য মুহাদ্দিস, মাদানীনগর মাদরাসা, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ।
১৬ হযরত মাওলানা মুসলেহ উদ্দিন রাজু সদস্য মুহতামিম, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর, বালাগঞ্জ, সিলেট।
১৭ হযরত মাওলানা আতাউল হক সদস্য মুহাদ্দিস, জামিয়া কাসেমুল উলূম দরগাহে হযরত শাহজালাল র. সিলেট।
১৮ হযরত মাওলানা মিজানুর রহমান সদস্য সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা-১০০০।
১৯ হযরত মাওলানা নাঈম হাসান সদস্য ১নং পঁচা সাবান, নাঈম স্টোর, ১নং মৌলভী বাজার, বায়তুল আজিজ মার্কেট, ঢাকা।
২০ জনাব এ্যাড. মোঃ ফজলুল কবীর সদস্য পুরানখানা, কিশোরগঞ্জ
২১ জনাব কাজী শাহীন খান সদস্য আখড়া বাজার, কিশোরগঞ্জ।
২২ জনাব আলহাজ্ব এ কে এম সাইদুর রহমান সদস্য ৯/এফ, ইস্টার্ণ হাউজিং এপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী, ঢাকা।
২৩ হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সদস্য শিক্ষক প্রতিনিধি, আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ।
২৪ হযরত মাওলানা শাব্বির আহমাদ সম্পাদক মুহতামিম, আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ।