লক্ষ্য-উদ্দেশ্য

(ক) মূখ্যত ধর্মীয় জ্ঞান অর্থাৎ কুরআন, হাদীস, ফিকহ, আকায়েদ, কালাম এবং ঐ সমস্ত বিষয় যা ধর্মীয় জ্ঞান লাভের জন্য অপরিহার্য যথা উসুলে তাফসীর, উসুলে হাদীস, উসুলে ফিকহ, আরবী সাহিত্য, বালাগাত, নাহু, সরফ ও প্রয়োজনমাফিক দর্শন ও তর্কশাস্ত্র শিক্ষাদান।

(খ) ইসলামের মহান শিক্ষা ও আদর্শ মানব সমাজে প্রচারের জন্য এমন ব্যবস্থা গ্রহণ—যাতে শিক্ষার্থীগণ ধর্মজ্ঞান লাভের সাথে সাথে প্রয়োজনীয় ভাষা, বিশেষত মাতৃভাষা, লিখনীশক্তি ও বাগ্মিতার অধিকারী হয় এবং ইসলামের অতীত মনীষীদের অনুরূপ প্রতিভা ও চরিত্রের উত্তরাধিকারী হয়ে মুসলিম সমাজে আদর্শ ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত হতে পারে ।

(গ) ইসলামী শিক্ষা প্রসারের জন্য বিভিন্ন স্থানে ব্যপক হারে মাদরাসা ও মক্তব প্রতিষ্ঠার চেষ্টা করা এবং প্রতিষ্ঠিত মাদরাসাগুলোকে জামিয়ার আদর্শ ও নীতিমালা অনুযায়ী পরিচালিত করার জন্য উৎসাহিত করা ।

(ঘ) প্রয়োজন অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা করা, যাতে জামিয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত না হয় ৷ ইসলামের আদর্শ প্রচারের উদ্দেশ্যে একটি প্রকাশনা বিভাগ স্থাপন করা ।