السابق والسابق

মরহুমের মোট চার জন খলিফার মধ্যে তাঁর ইন্তেকালের সময় দু’জন জীবিত ছিলেন। একজন হযরত মাওলানা আহমাদ আলী খান সাহেব, যিনি ছিলেন হযরত (রহঃ) এর প্রথম খলিফা এবং তাঁর একান্ত আস্থাভাজন। তিনি জামিয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে আজীবন “আল-জামিয়াতুল ইমদাদিয়ার” অধ্যক্ষের গুরুদায়িত্ব পালন করে গেছেন।