শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ. এর মৃত্যুতে হযরতুল আল্লাম আযহার আলী আনোয়ার শাহ দা.বা. এর শোক বার্তা

উস্তাদে মুহতারাম শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ. রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে শোকাহত করে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! তিনি আমার মুহতারাম উস্তাদ, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জে যখন তিনি শিক্ষকতা করতেন তখন আমি তাঁর কাছে পড়েছি। তিনি আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ-এর মজলিসে শুরার সভাপতিও ছিলেন। মরহুম ছিলেন জাতির দূরদর্শী, চিন্তশীল এক অভিভাবক, উলামায়ে কেরাম ও দ্বীনদরদী মুসলিম সমাজের একজন মুরুব্বী। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি এবং আল হাইয়্যাতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কো চেয়ারম্যানসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শাইখুল হাদীস ও মুরুব্বী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিয়োগে জাতি একজন অভিভাবক হারিয়েছে, আমরা মুরুব্বী শূণ্য হয়েছি।

আমি ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় মোবাইলে ভিডিও কলের মাধ্যমে হুযুরের সাথে যোগাযোগ হয়েছিল।

আমরা তাঁর মাগফেরাত কামনা করছি। আল্লাহ তা’আলা মরহুমকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন! আমিন।

পরিশেষে আমি দেশবাসীর কাছে আমার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করছি।

 

(মাও. আযহার আলী আনোয়ার শাহ্‌)

মুহতামিম/মহাপরিচালক

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ।

খতিব ও মোতাওয়াল্লী, ঐতিহাসিক শহিদী মসজিদ, কিশোরগঞ্জ।

সভাপতি, ইমাম ও উলামা পরিষদ, কিশোরগঞ্জ।

সভাপতি, তানযীমুল মাদারিসিল আরাবিয়া (বৃহত্তর মোমেনশাহী ও তৎপার্শ্ববর্তী অঞ্চল)।

সহ সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

সদস্য,  আল হাইয়্যাতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ।