তানযীমুল মাদারিসিল আরাবিয়া আল-ক্বাওমিয়া

ইতস্ততঃ বিক্ষিপ্ত মাদরাসা সমূহের মধ্যে ঐক্য স্থাপনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, সম্প্রসারণ ও সুসংহতকরণের উদ্দেশ্যে 1982 ঈসায়ীতে “তানযীমুল মাদারিসিল আরাবিয়া আল-ক্বাওমিয়া” নামে বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের চার শতাধিক কওমী মাদরাসা সমূহের একটি আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এ সংগঠন জাতীয় বোর্ড “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” এর অনুকূলে ব্যাপক কর্মসূচী প্রণয়ন করতঃ কাজ করে যাচ্ছে।

জামিয়া ইমদাদিয়ার মুহতামিম/মহাপরিচালক মাওলানা আযহার আলী আনোয়ার শাহ্‌  সাহেব উক্ত “তানযীমুল মাদারিসিল আরাবিয়া আল-ক্বাওমিয়া” এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এর কেন্দ্রীয় দফতর জামিয়া ইমদাদিয়ায় অবস্থিত। বর্তমানে এ সংগঠনটি বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের গণ্ডি পেরিয়ে আশ-পাশের জেলা পর্যন্ত বিস্তার লাভ করতে সক্ষম হয়েছে।