ফলাফল
বার্ষিক বোর্ড পরীক্ষায় ছাত্রদের সাফল্যের প্রতিবেদন :
আল-জামিয়াতুল ইমদাদিয়া একটি অবৈতনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এতে সর্বমোট ১৭৫০ জন ছাত্র অধ্যায়নরত এবং ৭৬ জন দক্ষ শিক্ষক স্টাফ ও কর্মচারী কর্মরত আছেন। অত্র জামিয়া থেকে “বেফাকে” (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) গত বছরের পরীক্ষায় ৪৩২ জন ছাত্র অংশ গ্রহণ করে সম্মানজনক ভাবে উত্তীর্ণ হয় এবং তারমধ্যে ৬৮ জন মেধাবৃত্তি পায়। গত বছরের বার্ষিক পরীক্ষায় জামিয়ার পাশের হার ৯৭.৬০%। চলতি শিক্ষা বছর সমাপ্তির পূর্বেই অত্র রিপোর্ট প্রকাশ করতে হচ্ছে বিধায় গত বছরের তথ্য উল্লেখ করা হলো।