গ্রন্থাগার

লাইব্রেরী (কুতুবখানা) :
জামিয়া কুতুবখানা একটি ঐতিহ্যবাহী কুতুবখানা। বহু বিষয়ের বিপুল সংখ্যক মূল্যবান কিতাবাদীতে সজ্জিত এ কুতুবখানাটির এক তৃতীয়াংশ কিতাবাদী ১৯৭১ ইং সনে বিনষ্ট হয়। বর্তমানে এতে মজুদ কিতাবের সংখ্যা ১১ হাজারের উপর। প্রতি বছর ছাত্রদেরকে পাঠ্য কিতাবাদী ধারস্বরূপ প্রদান করা হয়। ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে কোন কোন জামাতের পাঠ্য কিতাব অপ্রতুল হয়। ফলে প্রতি বছরই কিতাব খরিদ করতে হচ্ছে।